ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৪৯

যুক্তরাজ্যে গেল নওগাঁর আম্রপালি আম  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৪ ১৯ জুন ২০২১  

আম্রপালি আমের জন্য পরিচিত হয়ে উঠেছে নওগাঁ। এ জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় আম্রপালি (বারি আম-৩) আম বেশি উৎপাদন হয়। জেলার সাপাহার উপজেলার আম্রপালি আম এবার ইংল্যান্ডে রফতানি করা হয়েছে। উপজেলার ‘বরেন্দ্র এগ্রো পার্ক’-এর মালিক সোহেল রানা তার বাগানের আম বিশেষ প্রক্রিয়ায় বিদেশে রফতানি করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার ফ্লাইটে প্রায় এক টন আম্রপালি আম নিয়ে প্রথম চালান ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করে।

 

সাপাহার উপজেলার গোডাউন পাড়ায় আমচাষী সোহেল রানা বরেন্দ্র এগ্রো পার্কে প্রায় ১৪০ বিঘা জমিতে আড়াই বছর বয়সী প্রায় দেড় হাজার আম্রপালি আম গাছ রয়েছে। যেখান থেকে এ বছর প্রায় ৪০ টনের মতো আম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বিদেশে আম রফতানি করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছেন সোহেল। কারণ রোগবালাইমুক্ত আমই বিদেশে যায়। বিশেষ করে ১৫ দিন আগে গাছে সবধরনের স্প্রে বন্ধ করতে হয়। এ মেয়াদ শেষ হলে তার আর কার্যকারিতা থাকে না। ফলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না।

 

সোহেল রানা জানান, সাধারণত আমাদের চাষীরা কয়েকদিন আগে কীটনাশক স্প্রে করে আম বাজারে নিয়ে যায়। কিন্তু বিদেশে যেসব আম রফতানি করা হবে, সেগুলো ঢাকাতে কোয়ারেন্টিনে রাখা হয়। আমে কোনো রোগবালাই বা কীটনাশক আছে কিনা নিশ্চিত করার পর বিদেশে পাঠানোর অনুমতি দেয়া হয়।